RDP

RDP

RDP বা Remote Desktop Protocol হলো একটি নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকল। যার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় অবস্থান করে কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট সংযোগে অন্য লোকেশনে অবস্থিত কম্পিউটার ব্যবহার করতে পারি।

RDP ব্যবহারের সুবিধা:

১.হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যায় 

২.অন্য লোকেশন আইপি ব্যবহার করা যায় 

৩. স্টোরেজ সুবিধা 

৪.দ্রুত ডাটা ট্রান্সফার 

৫.মার্কেটপ্লেস একাউন্ট ম্যানেজ ইত্যাদি 

 RDP হলো হাই স্পিড কানেকশনযুক্ত এবং ২৪/৭ অন থাকবে এমন একটি ভার্চুয়াল কম্পিউটার যা আপনি যে কোনো জায়গা থেকে ল্যাপটপ ,কম্পিউটার ,মোবাইল ব্যবহার করে কাজ করতে পারবেন।  অনেক কোম্পানি তাদের এমপ্লয়ীদের RDP এর মাধ্যমে হোম অফিস করিয়ে নেয়।

Scroll to Top