BDIX এর পূর্ণ রুপ হচ্ছে Bangladesh Internet Exchange। বাংলাদেশের যেসকল ভিজিটর আছে তাদের দ্রুতগতি সেবা প্রদানের লক্ষ্যে, ইন্টারন্যাশনাল রাউটিং দূর করার জন্য বাংলাদেশের Internet Service Provider (ISP) মিলে BDIX প্রতিষ্ঠিত করেছে। BDIX হলো সেই Internet Exchange point যেখানে লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা সংযুক্ত থেকে একে অপরকে দ্রুতগতিতে সেবা প্রদান করে।
আমরা সাধারণ ইউজাররা যখন ব্রাউজারের মাধ্যমে কোনো তথ্য ইন্টারনেটে খুঁজি তখন সেই তথ্য যেই সার্ভারে থাকে সেখানে রিকুয়েস্ট পাঠানো হয় এবং রিকুয়েস্ট একসেপ্ট হলে সেই তথ্য আমরা ব্রাউজারে দেখতে পাই। এখন সার্ভার যদি দূরে থাকে সেক্ষেত্রে রিকুয়েস্ট পাঠানো ও একসেপ্ট হতে সময় লাগবে। আর সার্ভার যদি কাছে থাকতো তাহলে কাজটি আরও দ্রুত হতো। BDIX হোস্টিং সেবা মূলত এই কাজটিই করে। দূরত্ব কমিয়ে, দ্রুত সেবা প্রদান।