হোস্টিং কন্ট্রোল প্যানেল

হোস্টিং কন্ট্রোল প্যানেল

হোস্টিং কন্ট্রোল প্যানেল হলো একটি ম্যানেজিং সফটওয়ার যা লিনাক্সে তৈরী। হোস্টিং কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা আমাদের হোস্টিং এর যাবতীয় কাজ ম্যানেজ করে থাকি।  যদি হোস্টিং কন্ট্রোল প্যানেল না থাকতো তাহলে  হোস্টিং এর যাবতীয় কার্যক্রম আমাদের কমান্ডের মাধ্যমে পরিচালনা করতে হতো। যা সকলের জন্য ব্যবহার করা সহজ ছিল না। 

জনপ্রিয় কিছু হোস্টিং কন্ট্রোল প্যানেলের মধ্যে রয়েছে সি-প্যানেল, পেলস্ক , এইচ প্যানেল, ক্লাউড প্যানেল, ওয়েবমিন ইত্যাদি। এসব হোস্টিং কন্ট্রোল প্যানেলের মধ্যে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় হলো সি-প্যানেল।

সি প্যানেল ইউজার ফ্রেন্ডলি গ্রাফিক্যাল ইন্টারফেজ প্রোভাইড করে থাকে। যার মাধ্যমে একজন সাধারণ ব্যবহারকারী খুব সহজেই তার হোস্টিং ম্যানেজ করতে পারে।

তবে দুঃখের বিষয় এই যে  সি প্যানেলের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে এর লাইসেন্স এর দাম বেড়েই চলেছে। যার প্রভাব পড়ে হোস্টিং প্রোভাইডারদের উপর। এবং হোস্টিং প্রোভাইডাররা বাধ্য হয়ে সাধারণ ইউজারদের কাছে দাম বাড়ায়। যার ফলে কম দামের আশায় অনেক সাধারণ ইউজাররা অরিজিনাল লাইসেন্সের পরিবর্তে ক্রাক লাইসেন্সের দিকে পা বাড়ায়। এবং ক্রাক লাইসেন্স ব্যবহারে তারা তাদের ওয়েবসাইট ঝুঁকির মধ্যে ফেলায়। 

Scroll to Top