শেয়ার্ড বলতেই বুঝা যায় শেয়ার অর্থাৎ ভাগাভাগি করে নেওয়া। হোস্টিং পরিষেবায় একটি নির্দিষ্ট পরিমান রিসোর্স অনেকের মধ্যে ভাগ করে দেওয়াকে শেয়ার্ড হোস্টিং বলে। অর্থাৎ একই সার্ভার একাধিক ব্যক্তি তাদের ওয়েবসাইট পরিচালনায় ব্যবহার করে।
সাধারণত ছোট বিজনেস , পোর্টফোলিও ,ব্লগিং সাইট পরিচালনায় শেয়ার্ড হোস্টিং একটি ভালো প্যাকেজ হতে পারে। কারণ এক্ষেত্রে খরচ কম এবং ম্যানেজ করতে কোন টেকনিক্যাল নলেজ লাগে না।
হোস্টিং প্রোভাইডার শেয়ার্ড হোস্টিং গুলো ম্যানেজ করে থাকে। যার জন্য এই প্যাকেজ ইউজ করা নতুনদের জন্য অনেক সুবিধাজনক।