ম্যানেজড হোস্টিং

ম্যানেজড হোস্টিং

সাধারণ হোস্টিং এর মতোই ম্যানেজড হোস্টিং একটি হোস্টিং পরিষেবা যেখানে নরমাল হোস্টিং থেকে হার্ডওয়্যার বা সফটওয়্যারগত পার্থক্য না থাকলেও মেইনটেনেন্সগত পার্থক্য থাকে। 

অর্থাৎ ম্যানেজড হোস্টিং এর হোস্টিং ম্যানেজমেন্ট  যেমন:  ওয়েবসাইটের নিরাপত্তা ,  ওয়েবসাইট অপটিমাইজেশন ,বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা সমাধান হোস্টিং প্রোভাইডার ম্যানেজ করে থাকে । 

এক্ষেত্রে ইউজার শুধু ওয়ার্ডপ্রেস এক্সেস পেয়ে থাকে যার মাধ্যমে ইউজার তার ওয়েবসাইটের যাবতীয় প্রয়োজনীয় কাজ পরিচালনা করে।

Scroll to Top