সাধারণ হোস্টিং এর মতোই ম্যানেজড হোস্টিং একটি হোস্টিং পরিষেবা যেখানে নরমাল হোস্টিং থেকে হার্ডওয়্যার বা সফটওয়্যারগত পার্থক্য না থাকলেও মেইনটেনেন্সগত পার্থক্য থাকে।
অর্থাৎ ম্যানেজড হোস্টিং এর হোস্টিং ম্যানেজমেন্ট যেমন: ওয়েবসাইটের নিরাপত্তা , ওয়েবসাইট অপটিমাইজেশন ,বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা সমাধান হোস্টিং প্রোভাইডার ম্যানেজ করে থাকে ।
এক্ষেত্রে ইউজার শুধু ওয়ার্ডপ্রেস এক্সেস পেয়ে থাকে যার মাধ্যমে ইউজার তার ওয়েবসাইটের যাবতীয় প্রয়োজনীয় কাজ পরিচালনা করে।