ভিপিএস হোস্টিং( Virtual Private Server ) হলো এমন একটি হোস্টিং পরিষেবা যা শেয়ার্ড হোস্টিং থেকে উন্নত এবং ডেডিকেটেড হোস্টিং এর মতো উচ্চ সুবিধাসম্পূর্ণ না হলেও কিছুটা ডেডিকেটেড হোস্টিং এর ফিল পাওয়া যায়; ডেডিকেটেড হোস্টিং খরচ ছাড়াই।
ডেডিকেটেড সার্ভারকে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার তৈরী করা হয়। ভিপিএস-এ ডেডিকেটেড সার্ভারের মতই অপারেটিং সিস্টেমে রান হয়ে থাকে, এবং ডেডিকেটেড সার্ভারের ন্যায় ইউজার কন্ট্রোল থাকে, ক্লায়েন্ট তার ইচ্ছে মতো সফটওয়্যার ইউজ করতে পারে।
আমরা সাধারণত হোস্টিং কিনে থাকি ওয়েবসাইট হোস্ট করার জন্য। ভিপিএস সার্ভার আমাদের ডেডিকেটেড আইপি সহ সার্ভার তৈরি করার সুযোগ দিয়ে থাকে । ছোট ,মাঝারি সাইজের ব্যবসা পরিচালনার জন্য ভিপিএস হোস্টিং বেস্ট।
কোথায় থেকে ভিপিএস হোস্টিং কিনবেন?
আমরা সাধারণত ভিপিএস নেয় অনলাইনে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য। এক্ষত্রে সর্বোক্ষণ ওয়েবসাইট লাইভ এবং কর্মক্ষম রাখা প্রয়োজন। এই বিষয়ে কোন কিছু কনসিডার করা একদম উচিত না। কারণ এতে বিজনেসের সুনাম খারাপ হয় এবং কাস্টমার হারানোর ভয় থাকে। যার কারণে হোস্টিং নেয়ার ক্ষেত্রে আমাদের হোস্টিং প্রোভাইডারদের সম্পর্কে তাদের সার্ভিস সম্পর্কে জানতে হবে।
বাংলাদেশে বেশ কয়েকটি ভালো মানের হোস্টিং কোম্পানি আছে যারা মানসম্মত সার্ভিস প্রোভাইড করে থাকে। যেমন #JPHOST, যেখানে সব ধরণের হোস্টিং সেবা পাবেন গুণগত মানের। যদি বিদেশী কোন কোম্পানি বাছাই করেন তবে অবশ্যই সেই কোম্পানী সম্পর্কে ভালোভাবে রিসার্স করে নিবেন কারণ সবসময় সার্ভার বিশ্বস্ত মাধ্যম থেকে কেনা বুদ্ধিমানের কাজ।