কিছু কিছু ডোমেইন আছে যেগুলোর পেন্ডিং ডিলিট সময়কাল শেষ হওয়ার পর নতুন করে রেগুলার প্রাইজ বা স্বাভাবিক দামে রেজিস্ট্রারের জন্য না দেখিয়ে চড়া দামে অর্থাৎ হাই ভ্যালু ডোমেইন হিসেবে লিস্ট করে মার্কেটপ্লেসে প্রকাশ করা হয়। এইসব ডোমেইন গুলোকে প্রিমিয়াম ডোমেইন বলে।
যে কেউ চাইলেই এসব প্রিমিয়াম ডোমেইন চড়া দামে যে কোনো প্রোভাইডারের কাছ থেকে কিনতে পারেন।