DomainRenewal

ডোমেইন রিনিউ

ডোমেইন রিনিউ কি ?

ডোমেইন রিনিউ বিষয়টা বুঝার জন্য আমরা একটা উদাহরণ হিসেবে ইলেক্ট্রিসিটির কথা চিন্তা করি,  

 ইলেক্ট্রিসিটির  ক্ষেত্রে আমরা দেখি বিদ্যুৎ -বিল মাসে মাসে দিতে হয়।  ঠিক তেমনই ডোমেইন রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট সময় পর পর ডোমেইনের বিল দিতে হয় যাকে ডোমেইন রিনিউ বলা হয়।

সাধারণত ডোমেইন রিনিউ করতে হয় বাৎসরিক হিসাবে এবং প্রিপেইড সিস্টেমে। একজন ইউজার ইচ্ছেমতো সর্বনিম্ন ১ বছর থেকে ১০ বছরের জন্য ডোমেইন রিনিউ করতে পারবে।

Scroll to Top