ডোমেইন ফ্লিপিং হলো এমন একধরণের বিজনেস যেখানে ইউনিক ক্যারেক্টারের ডোমেইন গুলো কিনে রাখা হয় এবং পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে বিক্রি করা হয়।
প্রত্যেকেই চায় একটি ইউনিক, আকারে ছোট যা সহজে মনে থাকে এমন একটি ডোমেইন নাম। কিন্তু এমন ইউনিক ও ভালো ক্যারেক্টারের ডোমেইন গুলো আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগেই রেজিস্ট্রি হয়ে গিয়েছে।
ডোমেইন নামের এত চাহিদা যে ৪ ক্যারেক্টারের ডোমেইন নাম আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে রেজিস্ট্রি হয়ে গিয়েছে।
ডোমেইন ফ্লিপিং বর্তমানে এতটাই জনপ্রিয় যে ইনভেস্টাররা প্রতিনিয়ত ডোমেইন কিনছে এবং মার্কেটপ্লেসে লিস্ট করে যাচ্ছে।