ডোমেইন ট্রেডমার্ক

ডোমেইন ট্রেডমার্ক

বিশ্বে যত বড় বড় কোম্পানি আছে তারা তাদের কোম্পানি বা বিজনেসের নাম পেটেন্ট করে নেয়। যাতে ঐ নামে শুধু একটা কোম্পানিই মার্কেটে অবস্থান করে।

এই ধরণের পেটেন্ট করা নামের সাথে মিল রেখে বা কপি করে ডোমেইন কিনা হলে সেটি ডোমেইন ট্রেডমার্ক এর মধ্যে পরবে।

আমাদের এই ধরণের ডোমেইন কখনোই কিনা উচিত না যা ট্রেডমার্ক আওতাধীন। ট্রেডমার্ক ডোমেইন কিনলে কোম্পানি রেজিস্ট্রারে রিপোর্ট করে  রেজিস্ট্রার থেকে আপনার ডোমেইন ডিলিট করে দিতে পারে। এমনকি কোম্পানি আপনার বিরুদ্ধে গিয়ে মামলাও করতে পারে।

Scroll to Top