Domain transfer

ডোমেইন ট্রান্সফার

 ট্রান্সফার বলতে আমরা বুঝি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। শুদ্ধ বাংলায় যাকে স্থানান্তর বলে।

আমরা প্রথম অবস্থায় যে কোনো প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন রেজিস্ট্রি করে নিয়ে  থাকতে পারি  । পরবর্তীতে ঐ প্রোভাইডারের সার্ভিস পছন্দ না হলে বা যে কোনো প্রয়োজনে পরিবর্তনের প্রয়োজন হলে আমরা উক্ত প্রোভাইডারের কাছ থেকে অন্য প্রভাইডারের কাছে ডোমেইনটি নিয়ে আসতে পারি। 

বিষয়টি আরও একটু ভালো করে বুঝার জন্য 

ধরুন আপনি GoDaddy থেকে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করেছিলেন এবং এখন চাচ্ছেন GoDaddy বাদ দিয়ে  JPHOST-এ  আসবেন। তাহলে এই যে GoDaddy থেকে JPHOST-এ আসার  প্রক্রিয়া। একেই  মূলত ডোমেইন ট্রান্সফার বুঝাচ্ছে।

তবে নতুন রেজিস্ট্রেশন ডোমেইন ট্রান্সফারের ক্ষেত্রে ৬০ দিন IRTP ট্রান্সফার লক করা থাকে। অর্থাৎ ৬০ দিন পর ডোমাইন ট্রান্সফার করতে পারবেন। তবে বিশেষ প্রয়োজনে ডোমেইন ট্রান্সফার করতে হলে আপনার সার্ভিস প্রোভাইডারের সাপোর্টে কথা বলে IRTP আনলক করে ডোমেইন ট্রান্সফার করতে পারেন।

Scroll to Top