আমরা প্রায় সময় দেখি একটা ডোমেইন একজনের থেকে আরেকজনের কাছে যায় অর্থাৎ হাত বদল হতে থাকে।
ডোমেইন কিনার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় চেক করতে হবে অর্থাৎ ডোমেইনটির অতীত ঘাটতে হবে।
যেমন ডোমেইনটি আগে কে ব্যবহার করেছিলো ? কত দিনের জন্য ব্যবহার হয়েছে? কি কাজে ব্যবহার হয়েছে? ডোমেইন নামে ফেসবুক ব্লক আছে কিনা, গুগল এডসেন্স ব্লক আছে কিনা, ট্রেডমার্ক ও DMCA চেক ইত্যাদি বিষয়গুলো চেক করে নিতে হবে।