Top Level Domain

টপ লেভেল ডোমেইন (TLD)

টপ লেভেল ডোমেইন বলতে মূলত শীর্ষ স্থানীয় ডোমেইন গুলোকে বুঝায়। আমরা বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করতে পারি। 

আমরা একজন স্টুডেন্ট এর কথা চিন্তা করি। আমরা সাধারণত দেখি যে ক্লাসে একজন স্টুডেন্ট এর অবস্থা প্রকাশ পায় পরীক্ষায় প্রাপ্ত নাম্বার অর্থাৎ গ্রেড পদ্ধতিতে। অর্থাৎ স্টুডেন্টটি মেধাক্রম অনুসারে  পড়াশোনায় কতটা আগ্রহী 

ঠিক একই রকম ডোমেইন এর ক্ষেত্রে আমরা দেখি। যেই ডোমেইন এক্সটেনশনগুলো বেশি ব্যবহৃত সেগুলোকে ১ম সারির ডোমেইন অর্থাৎ টপ লেভেল ডোমেইন বা TLD বলা হয়।

বর্তমানে অসংখ্য টপ লেভেল ডোমেইন মার্কেটে এভেইলেবল। যদিও শুরুরকালে (১৯৮৫) টপ লেভেল ডোমেইনের  সংখ্যা ছিল ৬টি। ইন্টারনেটে অধিকাংশ ওয়েবসাইটে টপ লেভেল ডোমেইন ব্যবহৃত হয়।

কিছু টপ লেভেল ডোমেইন হলো:

  • .com
  • .org
  • .net
  • .edu
  • .gov
  • mil ইত্যাদি 

Scroll to Top