ক্লাউড হোস্টিং

ক্লাউড হোস্টিং

একটি সার্ভার কত টুকু কার্যকরী এবং ইউজার বান্ধব তা নির্ভর করে আপটাইম ও লোড হ্যান্ডেল করার যোগ্যতার উপর ।

আর এখানে ক্লাউড হোস্টিং এর কোন বিকল্প নেই। কারণ ক্লাউড হোস্টিং গতানুগতিক হোস্টিং সার্ভার গুলোর মত না। এখানে হোস্টিং সার্ভিস তৈরি করার জন্য সিঙ্গেল সার্ভার ব্যবহার করার পরিবর্তে মাল্টিপল সার্ভার ইউজ করা হয়।

অন্যান্য সার্ভারে ওয়েবসাইট হোস্ট করার জন্য নির্দিষ্ট সার্ভার স্পেস গেটওয়ে ব্যবহার করা হয়। এতে ব্যবহারকারী শুধু উক্ত সার্ভারের জন্য বরাদ্দ রিসোর্স ইউজ করতে পারে। কিন্তু ক্লাউড হোস্টিং সিস্টেমে centralized resource pool সিস্টেম ব্যবহার করা হয়। এতে ওয়েব সাইট একটি নির্দিষ্ট সার্ভারের বদলে কয়েকটি ইন্টারকানেক্টেড সার্ভার থেকে রিসোর্স শেয়ার করে।

এতে কোন সার্ভার ক্রাশ করলেও অন্য সার্ভার থেকে ওয়েবসাইট সচল রাখে কোনো সমস্যা ছাড়াই । ক্লাউড সার্ভার গুলো বর্তমান সময়ে পুরো হোস্টিং মার্কেট দখল করে নিচ্ছে এর সিকিউরিটি, আনলিমিটেড স্পেস, বিরতিহীন রিসোর্স শেয়ার সিস্টেম সহ অন্যান্য কারণে।

Scroll to Top